রাজশাহীতে দিনে ঘরে থাকার পরামর্শ, কেনাকাটা সন্ধ্যার পর

ডেইলি স্টার রাজশাহী মেট্রোপলিটন প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ২৩:৩৩

তাপমাত্রা বেড়ে যাওয়ায় সুস্থ থাকতে রাজশাহীতে জনসাধারণকে দিনের বেলায় ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 


আজ মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় চলমান দাবদাহ নিয়ে আলোচনা হয়।


তাপপ্রবাহ থেকে রক্ষায় মানুষকে প্রয়োজনীয় পরামর্শ দিতে বিভাগের ৮ জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।


সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মানুষ যেন ঘরের ভেতরে অবস্থান করে, পর্যাপ্ত পানি ও তরল গ্রহণ করে এবং তাপপ্রবাহ এড়াতে সন্ধ্যার পর কেনাকাটা করার পরামর্শ দিতে বলা হয়েছে।


সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও