এসি মিলানের মাঠে গিয়ে গত বুধবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল নাপোলি। মাঝের এই এক সপ্তাহজুড়ে নাপোলির সমর্থকেরা বুঝি তক্কে তক্কে ছিলেন। মিলান আসুক একবার—‘নিয়াপলিতান’রা (নেপলসবাসী) বুঝিয়ে দেবে নাপোলির সমর্থক কী জিনিস!
ইতালি এমনিতেই ফুটবলপাগল দেশ। সেখানকার শহর নেপলসের বাসিন্দারা যেন আরও এক কাঠি সরেস। ফুটবলের প্রতি তাঁদের টানটা টের পাওয়া যায় প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখে। তবে শুধু ভালোবাসা নয়, প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের কীভাবে নাজেহাল করতে হয়, সেসবও বেশ ভালোই জানা আছে নাপোলির সমর্থকদের—কথাটা বিশ্বাস না হলে জিজ্ঞেস করতে পারেন মিলানের খেলোয়াড়দের।