কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশু জন্মে অপ্রয়োজনীয় ব্যয় ২৩৬৯ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ১৭:০৬

বছর বছর দেশে সন্তান প্রসবে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বাড়ছে। ২০২২ সালে প্রসবকালে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে কমপক্ষে ২ হাজার ৩৬৯ কোটি টাকা খরচ হয়েছে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য বিশ্লেষণ করে এ বাড়তি খরচের তথ্য পাওয়া গেছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) গত সপ্তাহে সবশেষ যে জনমিতি ও স্বাস্থ্য জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে দেশে ৪৫ শতাংশ প্রসব হচ্ছে অস্ত্রোপচারে। এ অস্ত্রোপচারের ৩০ শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুয়ায়ী অপ্রয়োজনীয়।


জনস্বাস্থ্য ও প্রসূতি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রসবে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বেড়ে যাওয়ার পেছনে বাণিজ্যিক কারণই প্রধান। এর জন্য বেসরকারি হাসপাতালের মালিকপক্ষ যেমন দায়ী, তেমনি সংশ্লিষ্ট পেশাজীবীদেরও দায় আছে বলে মন্তব্য করেছেন প্রসূতি রোগবিশেষজ্ঞ অধ্যাপক রওশান আরা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। প্রসব হয় এমন প্রতিটা হাসপাতালে লেবার রুম থাকতে হবে। অনৈতিক কাজ যেন না হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে নজরদারি বাড়ানো জরুরি হয়ে পড়েছে।


অস্ত্রোপচারে কত ব্যয়


বেসরকারি হাসপাতালে প্রসবের ক্ষেত্রে একটি অস্ত্রোপচারে ব্যয়ের কোনো সীমা নির্ধারণ করা নেই। রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বড় হাসপাতাল জানিয়েছে, প্রসবে অস্ত্রোপচারে তারা ২ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। অতিসম্প্রতি খিলক্ষেতের এক নারী উত্তরার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের বিল দিয়েছেন এক লাখ টাকা।


প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহী শহরে এ বাবদ খরচ হয় ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা। চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, চট্টগ্রামে প্রসবে অস্ত্রোপচারের খরচ ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও