চট্টগ্রামে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগী

বাংলা ট্রিবিউন চট্টগ্রাম প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ১২:১৩

চট্টগ্রামে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। নগরী এবং উপজেলার হাসপাতালগুলোতে স্বাভাবিকের তুলনায় ডায়রিয়া আক্রান্ত রোগী বেড়েছে দুই থেকে তিনগুন। নগরীর সরকারি হাসপাতালগুলোতে হঠাৎ ডায়রিয়া আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে উপজেলার সরকারি হাসপাতালগুলোতে প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম। সরবরাহ করা হয়েছে পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন। 


সরেজমিন গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ওয়ার্ডে পর্যাপ্ত সিট না থাকায় মেঝেতেও অনেক ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


হাটহাজারী থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা হাবিবুর রহমান বলেন, ‘সরকারি এ হাসপাতালে বিনামূল্যে ডায়রিয়ার ওষুধ কিংবা স্যালাইন কোনটাই পাওয়া যাচ্ছে না। ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে আনতে হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ফ্যান না থাকায় প্রচণ্ড গরম। তার উপর বেড না পেয়ে মেঝেতে থাকতে হচ্ছে। এ কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও