![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F400x225x1%2Fuploads%2Fmedia%2F2023%2F04%2F17%2FIran-1-a23a46e390635d3d0e1d4ab6d3f0a40a.jpg%3Fjadewits_media_id%3D852701)
নতুন মাত্রায় ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধ
ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে ইরান। সেই লক্ষ্যে ইরান সমর্থিত ‘জঙ্গি’ গোষ্ঠীগুলোকে আরও পাশে টানছে তেহরান। আর হামলা সমন্বয়ের জন্য কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি সম্প্রতি হামাস এবং হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যজুড়ে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোরর নেতাদের সঙ্গে দেখা করেছেন। এর মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ছায়াযুদ্ধ এখন অপ্রত্যাশিত নতুন পর্যায়ে চলে গেছে।
এসব সফরের আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে, ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অভিজাত কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি সম্প্রতি সিরিয়া এবং ইরাকের কিছু অঞ্চলে জঙ্গি নেতাদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হামলার পরিকল্পনা