সোনালী ব্যাংকের নতুন পদোন্নতির সংশোধিত নীতিমালা বাতিলে রুল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ০৫:৩৫
মেধাবী ও কর্মঠদের বঞ্চিত করে যোগ্যতার চেয়ে জ্যেষ্ঠতাকে প্রাধান্য দিয়ে নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পদোন্নতি নিয়ে সংশোধিত নীতিমালা কেন অবৈধ ও বাতিল হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
গত ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে এজিএম থেকে ডিজিএমের নির্বাচনী সাক্ষাৎকার।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে