![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252Ff5e289e5-5e9e-4139-bc96-8daa37f5b587%252Fprothomalo__prothomalo_Internet.webp%3Frect%3D0%252C32%252C640%252C336%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
আইএসপিকে তথ্যপ্রযুক্তি সেবা খাতে অন্তর্ভুক্ত করা হোক
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত একটি অলাভজনক সংগঠন। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সক্রিয় সদস্য।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উন্নত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট–সেবা প্রদানে আইএসপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় সারা দেশব্যাপী ইন্টারনেট সংযোগ সচল রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু রেখে, বিভিন্ন অফিস, আদালত ও বাসাবাড়িতে ইন্টারনেট–সেবা সচল রাখার মাধ্যমে দেশের ভেতরে ও বহির্বিশ্বে যোগাযোগব্যবস্থা সচল রেখেছে, যা সব মহলে প্রশংসিত হয়েছে।
ইন্টারনেট–সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সব যন্ত্রপাতি তথ্যপ্রযুক্তি সেবা (আইটিইএস) হওয়া সত্ত্বেও বাংলাদেশের আইএসপিগুলোকে আইটিইএসে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ইন্টারনেট সেবাদাতারা প্রথম থেকে আইটিইএসের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।