You have reached your daily news limit

Please log in to continue


প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে থাকলো যে ছয় দল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ‘সুপার লিগে’ খুব একটা চমক নেই। প্রত্যাশিত দলগুলোর সবাই এই ধাপে সুযোগ পেয়েছে। গত মৌসুমে সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার সফল। এছাড়া গত আসরের বাকি পাঁচটি দল আবাহনী লিমিটেড, লিজন্ডেস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারও সুপার লিগে খেলার সুযোগ পেয়েছে। গতবার সুপার লিগ থেকে বাদ পড়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

সোমবার তিনটি ভেন্যুতে প্রাথমিক রাউন্ডের সবগুলো ম্যাচ শেষ হয়েছে। ১১ ম্যাচ শেষে সবার শীর্ষে অবস্থান করছে আবাহনী লিমিটেড। ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শিরোপার পুনরুদ্ধারের মিশনে খুব ভালো করেই আছে তারা। জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারদের নিয়ে ঈদের পর সুপার লিগে শিরোপা অর্জনের মিশনে নামবে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ব্যাটিং-বোলিংয়ে সেরা পাঁচে আবাহনীর দুইজন করে ক্রিকেটার আছেন শীর্ষ রান ও উইকেট সংগ্রাহকের তালিকাতে। ব্যাটিংয়ে ৭১৯ রান নিয়ে সবার ওপরে নাঈম শেখ। দুই নম্বরে থাকা এনামুলের সংগ্রহ ৬৪৪ রান। বোলিংয়ে সাইফউদ্দিন ও তানভীর ইসলাম সমান ১৮ উইকেট নিয়ে আছেন যথাক্রমে চার ও পাঁচ নম্বরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন