কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বছরের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর এটিই সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। 

ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তর এই পরিস্থিতিকে ‘অতি তীব্র তাপপ্রবাহ’ বলে জানিয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ডার নাজমুল হক রঞ্জন বলেন, এটি চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। 

ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় প্রচণ্ড রোদ ও তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তা-ঘাটে যানবাহন ও মানুষের চলাচলও কম।গরমে শিশু ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। 

এদিকে আজ বিকেল চারটা পর্যন্ত রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। ৮ বছর ১০ মাসের মধ্যে আজ রাজশাহীতে সবচেয়ে উত্তপ্ত দিন। 

৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন