ভিডিও সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করল অ্যাডোবি প্রিমিয়ার প্রো
ভিডিও সম্পাদনার জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো–তে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। নতুন এ সুবিধা চালুর ফলে এখন এআইয়ের সাহায্যে ভিডিও সম্পাদনা করা যাবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ সোমবার থেকে শুরু হওয়া ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার বা এনএবির বার্ষিক প্রদর্শনী উপলক্ষে নিজেদের সফটওয়্যারে নতুন কিছু সুবিধা যোগ করার যে উদ্যোগ অ্যাডোবি নিয়েছে, এটি তারই অংশ। প্রতিষ্ঠানটি বলছে, তারা লেখাভিত্তিক ভিডিও সম্পাদনা সুবিধা যোগ করবে। এটি ভিডিও সম্পাদনায় নতুন এক মাত্রা যোগ করবে। নতুন এ সুবিধার জন্য লেখা কপি এবং পেস্টের মতো ‘রাফ কাট’ ভিডিও সম্পাদনাও সহজ হবে।
প্রিমিয়ার প্রোর লেখাভিত্তিক সম্পাদনা সুবিধায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহৃত হবে। দীর্ঘ সময় ধরে ভিডিও ফুটেজ দেখে কোনো শব্দ বা কথা নির্বাচন করার বদলে এখন ট্রান্সক্রিপ্টস, কি-ওয়ার্ড সার্চ দিয়ে এ কাজ করা যাবে। পরে সেগুলো সম্পাদনার জন্য টাইমলাইনে যোগ করাও যাবে।