ভারতে আইফোন উৎপাদন করবে টাটা গ্রুপ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১৪:১৩
ভারতের উইস্ট্রন আইফোন ম্যানুফ্যাকচারিং কারখানা অধিগ্রহণ করতে যাচ্ছে টাটা গ্রুপ। অধিগ্রহণের কাজ প্রায় চূড়ান্ত। সংস্থা দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরের সব ধরনের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলা যায়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৫ হাজার কোটি রুপির বেশি মূল্যে কারখানাটি কিনে নেবে টাটা। এপ্রিলের শেষ নাগাদ চুক্তিটি সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের কর্ণাটকে অবস্থিত কারখানাটি বর্তমানে আইফোন-১৪ আর আইফোন-১২ মডেল তৈরি করছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য অ্যাসেম্বল করছে।