
হোয়াটসঅ্যাপের নতুন দুই নিরাপত্তা ফিচার
ব্যবহারকারীদের জন্য নিয়মিতই নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড, আইওএস এর পাশাপাশি পিসির জন্যও যুক্ত করা হয়েছে বিভিন্ন সুবিধা। আবার কিছু সুবিধা শিগগিরই আনার ঘোষণা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন তিনটি ফিচার এনেছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন দুই ফিচারের ফলে ব্যবহারকারীদের আদান-প্রদান করা তথ্য আগের তুলনায় আরও বেশি নিরাপদ থাকবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, নতুন ২টি নিরাপত্তা ফিচারগুলো হলো- ‘অ্যাকাউন্ট প্রটেক্ট’ ও ‘ডিভাইস ভেরিফিকেশন’। হোয়াটসঅ্যাপ জানিয়েছে অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণে নতুন নিরাপত্তা সুবিধাগুলো ব্যবহার করা যাবে। ‘অ্যাকাউন্ট প্রটেক্ট’ সুবিধার ফলে নতুন ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করলেই পুরোনো ফোনে সতর্কবার্তা দেখতে পাবেন ব্যবহারকারী। অ্যাকাউন্টের মালিক নিশ্চিত করলেই কেবল নতুন ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চালু করা যাবে। এতে করে ব্যবহারকারীর অজান্তে অন্য কেউ তাঁর অ্যাকাউন্ট স্থানান্তর করে ব্যবহার করতে পারবেন না।