![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-04%2F9ca80204-0cdd-4aea-aeac-56f0c27907b8%2Fjewellery_market_170423_05.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
গয়নার দোকানিদের গলায় এবার মনমরা সুর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১৩:২৮
“আগে এই সময়ে আসলে আমাদের আপনার সাথে কথা বলার মতো সময় থাকত না, আর এবার দেখেন আমিসহ আমরা সবাই আড্ডা দিচ্ছি।”
ঈদের আগে গয়নার বিক্রিবাট্টা কেমন সেই আলাপে বলছিলেন ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের সারা গ্যালারির সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তার দাবি, গতবারের ঈদের তুলনায় তাদের ক্রেতা অর্ধেক কমে গেছে।
বাঙালি নারীর সাজপোশাকের অন্যতম অনুষঙ্গ গয়নার বিক্রি কেমন চলছে- তা দেখতে শুক্রবার রাজধানীর নিউ মার্কেটের ওই বিপণি বিতানে গিয়ে দেখা যায়, সিংহভাগ দোকানি হয় মোবাইল ফোনে সময় কাটাচ্ছেন, নয়ত নিজেদের মাঝে খোশগল্পে মত্ত।