![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/04/online/facebook-thumbnails/KKR-samakal-643cd994198c3.jpg)
মুম্বাইয়ের গেছে হেরে দুঃসংবাদ পেলেন কেকেআর অধিনায়ক
সমকাল
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১১:৩৩
ওয়াংখেড়েতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই ছড়ালো উত্তেজনা। মুম্বই ইন্ডিয়ান্সের বোলার হৃতিক শোকিনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কেকেআর অধিনায়ক নীতিশ রানা।
যার জেরে ম্যাচ হারের সঙ্গে জরিমানার কবলে পড়তে হয় তাকে। ছাড় পাননি হৃতিক শোকিনও। তাকেও পড়তে হয়েছে জরিমানার কবলে।
- ট্যাগ:
- খেলা
- আইপিএল
- আইপিএল ম্যাচ
- আইপিএল ২০২৩