কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০ মিনিট দেরিতে ছাড়ল ঈদযাত্রার প্রথম ট্রেন

দেশ রূপান্তর কমলাপুর প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১০:২১

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা। আর ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনটিতেই ঘটল শিডিউল বিপর্যয়।


আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় কমলাপুর রেলস্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ট্রেনটি যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করে। তবে ধূমকেতু এক্সপ্রেসে শিডিউল বিপর্যয় হলেও বাকি ট্রেনগুলো মোটামুটি শিডিউল মেনেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়ে গেছে।


আন্তনগর ট্রেনের মধ্যে পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস স্টেশন ছেড়েছে। এ ছাড়া মহানগর প্রভাতী সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখনও ঢাকায় পৌঁছাতে পারেনি। এর ফলে ট্রেনটির শিডিউল সকাল ৭টা ৪৫ মিনিটের বদলে সাড়ে ৯টার দিকে সম্ভাব্য শিডিউল দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও