পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে ৫০০ দিন গুহার ভেতর
চ্যানেল আই
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ১৭:৩৭
বিয়াট্রিজ ফ্লামিনি একজন স্প্যানিশ অ্যাথলেট। কোন ধরণের মানব সংস্পর্শ ছাড়াই ৫০০ দিন একাকী একটি গুহায় কাটিয়ে বেরিয়ে এসেছেন তিনি। যা একটি বিশ্ব রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। পৃথিবীব্যাপী অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এর কোন কিছুই জানেন না তিনি। তিনি ভেবেছিলেন, পৃথিবীতে এখনও ২০২১ সালের নভেম্বর মাস চলছে।
বিয়াট্রিজ ফ্লামিনি যখন গ্রানাডার সেই গুহায় প্রবেশ করেছিলেন, তখন বিশ্ব কোভিড মহামারীর কবলে ছিল। গত শুক্রবার জনমানবহীন সেই গুহা থেকে ৫০০ দিন পর তিনি বেরিয়ে এসেছেন।
এই পুরো সময়টি তিনি ছিলেন বিজ্ঞানীদের ঘনিষ্ঠ পর্যবেক্ষণের মধ্যে। তার এই মানববিচ্ছিন্ন হয়ে গুহায় অবস্থান করা ছিল বিজ্ঞানীদের একটি পরীক্ষার অংশ।
গুহা থেকে বের হয়ে ফ্লামিনি বলেন, পৃথিবীতে কী হচ্ছে, তার কিছুই আমি জানি না।