‘পুলওয়ামা হামলার তথ্য গোপন করেছেন মোদি’

বাংলা ট্রিবিউন ভারত প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:০০

পুলওয়ামা সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মূল’ তথ্য জনগণের কাছে গোপন করেছিলেন বলে মন্তব্য করেছেন অঞ্চলটির সাবেক গভর্নর সত্য পাল মালিক। চার বছর আগে ২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিহত হয়েছিলেন আধাসামরিক বাহিনীর কয়েক ডজন সদস্য।    


সত্য পাল শুক্রবার (১৪ এপ্রিল) এক সাক্ষাত্কারে দ্য ওয়্যারকেও বলেন, ‘বুঝতে পারছিলাম মোদি তার সরকার এবং বিজেপির সুবিধার জন্য পাকিস্তানকে দোষারোপ করতে আক্রমণটিকে ব্যবহার করতে চেয়েছিলেন।’


দুর্নীতিগুলো প্রধানমন্ত্রী মোদির চোখের সামনেই ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিশ্চিন্তে বলতে পারি দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর কোনও সমস্যা নেই।’


পুলওয়ামা হামলা এবং সেই বছরের আগস্টে ৩৭০ ধারা বাতিলের সময় মালিক ছিলেন অঞ্চলটির গভর্নর। সে সময় তিনি বলেছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর কাশ্মীর সম্পর্কে ধারণা কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও