৩ বছর পর খুললো কুয়েতের গ্র্যান্ড মসজিদ
করোনা মহামারির কারণে বন্ধ থাকায় দীর্ঘ তিন বছর পর লাইলাতুল কিয়ামের জন্য খুলে দেওয়া হয়েছে কুয়েতের সবচেয়ে বড় মসজিদ ‘মসজিদ আল কাবীর’ তথা গ্র্যান্ড মসজিদ।
১৯৮৬ সালে নির্মিত এই মসজিদ করোনা মহামারির কারণে গত তিন বছর বন্ধ ছিল। মসজিদটিতে রমজানের শেষ ১০ দিন লাইলাতুল কিয়ামের নামাজ আদায় করতে একসঙ্গে হন হাজারো মুসল্লি।
কুয়েত সিটিতে অবস্থিত সর্ববৃহৎ এবং সরকারি মসজিদ এটি। এর আয়তন ৪৫,০০০ বর্গমিটার, যার মধ্যে ভবনটির আয়তন ২০,০০০ বর্গমিটার। মূল প্রার্থনা কক্ষটি সবদিকেই ৭২ মিটার প্রশস্ত। এতে সেগুন কাঠের দরজা এবং ১৪৪টি জানালা রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মসজিদ
- খুলে দেয়া