![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F4743e233-715b-47fb-b86a-8713b4648666%252FTHH.png%3Frect%3D0%252C64%252C900%252C473%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ওমান থেকে ভারত পর্যন্ত সমুদ্রের গভীরে গ্যাসলাইন বসাতে পারে ইরান
প্রথম আলো
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১৪:৩৫
সমুদ্রের নিচ দিয়ে ওমান পর্যন্ত গ্যাসের পাইপলাইন নির্মাণ করছে ইরান। সেই পাইপলাইন ভারত পর্যন্ত টেনে নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি।
এমভিআইআরডিসি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মুম্বাই আয়োজিত এক বৈঠকে এ কথা বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।