কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইয়েমেন যুদ্ধের অবসানে ওমানের কূটনীতি কী ফল দিতে যাচ্ছে

প্রথম আলো ইয়েমেন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ১৮:৩১

ইয়েমেনে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ৯ এপ্রিল দেশটির রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন সৌদি আরব ও ওমানের প্রতিনিধিরা। দরিদ্র দেশটিতে আট বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ওমানের মধ্যস্থতায় সানায় অনুষ্ঠিত এ বৈঠক ইয়েমেন যুদ্ধ বন্ধের ব্যাপারে অনেকের মধ্যে সতর্ক আশাবাদ তৈরি করেছে। ইয়েমেন যুদ্ধ বন্ধে ওমানের বিরামহীন প্রচেষ্টার বিষয়টি উঠে এসেছে আল-জাজিরার এক বিশ্লেষণে।


সম্ভাব্য সমঝোতার বিষয়ে সাধারণ মানুষ এখনো তেমন কিছুই জানে না। তবে সূত্রের ইঙ্গিত, চুক্তিতে আপাতত ছয় মাসের যুদ্ধবিরতির বিষয়টি থাকতে পারে। সীমান্ত ও বন্দরগুলো পুনরায় চালুর কথা থাকতে পারে। এ ছাড়া ইয়েমেনিদের বেতন ও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি চুক্তিতে থাকতে পারে। একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরুর আগে ইয়েমেন থেকে সব বিদেশি বাহিনী প্রত্যাহারের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও