কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোয়াখালী-২: মাঠে এখনো আধিপত্য বিএনপির

www.ajkerpatrika.com নোয়াখালী সদর প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ১২:৫৮

নোয়াখালী-২ আসনে প্রতিবারই জনসমর্থনে এগিয়ে ছিল বিএনপি। ২০১৪ ও ২০১৮ সালের আগে বিভিন্ন ভোটে বিএনপির সমর্থিত ও মনোনীতরাই বেশির ভাগ সময় সংসদ সদস্য হয়েছিলেন। গত দুই নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন দখলে নিলেও এখনো মাঠে প্রভাব রয়েছে বিএনপির নেতা-কর্মীদের। তাঁদের মধ্যে জয়নুল আবদিন ফারুক অন্যতম।


কিন্তু সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার তিনটি ইউনিয়ন (বারগাঁও, নাটেশ্বর ও অম্বরনগর) নিয়ে গঠিত এ আসনে আগামী নির্বাচনে যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে দলটি। এবারও সুযোগ কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। তবে দলটি অভ্যন্তরীণ কোন্দলে জর্জর।


আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন চাইবেন বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম। এ ছাড়া মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী, বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং ব্যবসায়ী লায়ন জাহাঙ্গীর আলম মানিক। মনোনয়নপ্রত্যাশী সবাই নিজেদের সমর্থন দেখিয়ে কেন্দ্রে লবিং করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও