![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftechnology%3Ffile%3Ddefault%26imgPath%3D2023March%2Fgadget-20230414104818.jpg)
সেলেক্সট্রায় শুরু হয়েছে ঈদ উৎসব
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ১০:৪৮
ঈদকে সামনে রেখে সেলেক্সট্রায় শুরু হয়েছে ঈদ উৎসব। ঈদ মানেই খুশি। আর এই ঈদের খুশিকে সবার সঙ্গে ভাগ করে নিতেই শুরু হয়েছে এ ঈদ উৎসব। উৎসবে ফাস্ট্র্যাক, ডিজোর একটি করে পণ্যে থাকছে গিফট।
আর এক্সট্রা এবং হাইফিউচার নিয়ে এসেছে নতুন কয়েকটি পণ্য। সেলেক্সট্রা লিমিটেডের ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপে বা অফলাইন উভয় প্ল্যাটফর্মেই চলছে এ ঈদ উৎসব। ঈদ উৎসবে ডিজো ওয়্যারলেস অ্যাকটিভের সঙ্গে উপহার হিসেবে আছে একটি টি-শার্ট।