![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2023March%2Ffa-2-20230414092731.jpg)
নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় মফিজুর মোল্লা (৬০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মফিজুর মোল্লা উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা।