নূতন প্রাণ দাও প্রাণসখা আজি এই সুপ্রভাতে
ডেইলি স্টার
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ০৯:১৪
সংক্রান্তির হালখাতায় পুরনো সব দেনা চুকিয়ে বাঙালির জীবনে নতুন প্রাণ সঞ্চারের প্রত্যাশায় বঙ্গাব্দ ১৪৩০-এর প্রথম সূর্যের মুখোমুখি হলো বাংলাদেশ। শুরু হলো আরও একটি নতুন বছর।
আজ পয়লা বৈশাখ; বাঙালির সর্বজনীন উৎসব। যা কিছু জীর্ণ-পুরনো, অশুভ ও অসুন্দর—তা পেছনে ফেলে নতুনের কেতন ওড়ানোর দিন।
লোকসংস্কৃতি গবেষকরা বাংলা নববর্ষকে এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব হিসেবে অভিহিত করে থাকেন। এক্ষেত্রে তাদের যুক্তি হলো, পৃথিবীতে প্রচলিত বেশিরভাগ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত। কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ নেই। মূলত কৃষিকাজ ও খাজনা সংগ্রহের ব্যবস্থাকে ঘিরে এর প্রচলন হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় ব্যবসা-বাণিজ্যের দেনা-পাওনার হিসাব মেটানো।