![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F9ff73695-0d7e-44e8-8a47-d1e8277396bb%252FMitsubishi_2.jpeg%3Frect%3D0%252C0%252C764%252C430%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D700)
দেশে নতুন মডেলের এসইউভি আনল মিতসুবিশি
প্রথম আলো
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ১৯:৩৬
‘এক্সপ্যান্ডার ক্রস’ মডেলের নতুন এসইউভি দেশে এনেছে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরস। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মিতসুবিশির শোরুমে নতুন মডেলের এসইউভি গাড়িটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে র্যাংগস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামদুর রহমান বলেন, ‘মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়ি ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস এসইউভি গাড়িও ক্রেতাদের পছন্দ হবে বলে আমরা আশাবাদী। অত্যাধুনিক প্রযুক্তির নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস দেশের অটোমোবাইল শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন গাড়ি
- র্যাংগস গ্রুপ