খালি ভুলে যান? মেনে চলতে পারেন এই টোটকাগুলো

প্রথম আলো প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ১০:০৬

সকালে ফিটফাট হয়ে অফিসে বের হচ্ছেন। কেবল পকেটে মানিব্যাগ ভরা বাকি। কিন্তু সেটা আর কিছুতেই খুঁজে পাচ্ছেন না। কিংবা সন্ধ্যায় বের হলেন বাসা থেকে। বউ পইপই করে বলে দিল কী কী কিনতে হবে।


দুধ, ডিম আর কলা। কিন্তু দোকানে গিয়ে কিনলেন দুধ আর ডিম। কলার কথা আর কিছুতেই মনে পড়ল না। এমনটা আমাদের সঙ্গে প্রায়ই হয়। অনেক দিন পর কোনো বন্ধুর সঙ্গে দেখা হলেও বাধে বিপত্তি। খুব পরিচিত বন্ধু। অথচ তার নামটা কিছুতেই মনে আসছে না। এই দুর্বলতা কাটাতে মেনে চলতে পারেন নিচের টোটকাগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও