কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাংক কোম্পানি আইন সংশোধন এবং খেলাপি ঋণের ভবিষ্যৎ

দৈনিক আমাদের সময় মাহফুজুর রহমান প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৭:৪৪

বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ দিনে দিনে বাড়ছে। খেলাপি ঋণ আদায় করার কথা সরকার বলছে, বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকাররাও প্রাণপণ চেষ্টা করে চলেছেন। কিন্তু খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। গত বছর অর্থাৎ ২০২২ সালে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ১৭ হাজার কোটি টাকা। বিদায়ী এই বছরের শেষপ্রান্তে এসে দেশে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা।


২০২১ সালে এই খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকা। এখানে উল্লিখিত খেলাপি ঋণের ভেতর ১ লাখ ৭ হাজার কোটি টাকার আদায় অযোগ্য মন্দ ঋণ। এটি মোট খেলাপি ঋণের শতকরা প্রায় ৮৯ ভাগ। এ ছাড়া খেলাপি হওয়ার অপেক্ষায় আছে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বা এসএমএ হিসাবে চিহ্নিত আরও ৪২ হাজার কোটি টাকার ঋণ। প্রচলিত ধারা দেখে এমনটি অনুমান করা যেতেই পারে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের সূত্রে পত্রপত্রিকায় এ ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও