তাইওয়ান প্রসঙ্গে চীনে প্রশংসিত হচ্ছেন ম্যাক্রোঁ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৭:১৫
তাইওয়ান প্রসঙ্গে সাম্প্রতিক মন্তব্যের কারণে চীনে বহুল প্রশংসিত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মন্তব্যকে ‘চমৎকার সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
বেইজিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও বেশ প্রশংসিত হচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বাড়াতে আগ্রহ নেই ইউরোপের। ব্লকটির উচিত যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে তাইওয়ান ইস্যুতে স্বাধীন অবস্থান গ্রহণ করা।