You have reached your daily news limit

Please log in to continue


বাপ্পীর ‘শত্রু’ নিয়ে হল মালিকদের আগ্রহ

ঈদের সিনেমার তালিকায় সর্বশেষ যোগ হলো অনেক সুপারহিট ছবি উপহার দেওয়া চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিগ বাজেটের সিনেমা ‘শত্রু’। ছবিটি নিয়ে বাপ্পী ভক্তদের উৎসাহ তো রয়েছেই, এরই মধ্যে হল মালিকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। সুমন ধর পরিচালিত ছবিটিতে বাপ্পীর সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। ‘শত্রু’ একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে বাপ্পী একজন পুলিশ অফিসার। তার চরিত্রটির নাম দুর্জয়। দুর্জয় সবসময় চেষ্টা করে দেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল থাকে। মাদক নিরাময়ে সে জনমত গড়ে তোলার চেষ্টা করে। মাদকের আখড়া নিধনের জন্য তাকে জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক সব অপারেশন করতে হয়। এসব দৃশ্যে যে অ্যাকশন রয়েছে তা দর্শকের ভালো লাগবে বলে জানান বাপ্পী। কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘ভীষণ কষ্টকর ছিল কাজটি।

তবে গল্প আর চরিত্রটি এত এক্সাইটিং যে, কাজ করতে মন থেকে খুব উৎসাহ পেয়েছি। পুলিশ বাহিনী নিয়ে আমাদের সমাজে নানা ভয়ভীতি বা বাজে ধারণা রয়েছে। কিন্তু আমি কাজ করতে গিয়ে জেনেছি নানা আসলে কতটা কষ্ট করে। তাই পুলিশের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমাকেও অনেক পরিশ্রম করতে হয়েছে। শারীরিক পরিশ্রমই বেশি ছিল। তবে মানসিকভাবে কিন্তু একজন পুলিশ অফিসারকে সবসময় সজাগ থাকতে হয়, দূরদর্শী ও সাহসী হতে হয়। নয়তো তিনি তার কর্তব্য ঠিকমতো পালন করতে পারেন না। এসব কারণে পুলিশদের আমি স্যালুট জানাই। তারা না থাকলে দেশটা এত নিরাপদ হতো না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন