কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এআই ব্যয় ৩০০ কোটি ডলার ছাড়াবে

বণিক বার্তা প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৭:১০

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বদলে দিচ্ছে বৈশ্বিক পটভূমি। পরিবর্তন আসছে প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক পরিকল্পনায়। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামীতে এআই হতে পারে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিভিন্ন অঞ্চল ও দেশ তাই ব্যয় বাড়াচ্ছে এ খাতে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে এআই খাতে ব্যয় ৩০০ কোটি ডলারে উন্নীত হবে। খাতটিতে বৈশ্বিক মোট ব্যয়ের (১৫ হাজার ১৪০ কোটি ডলারের), যা প্রায় ২ শতাংশ। খবর দ্য ন্যাশনাল।


আগামী বছরগুলোতে এ অঞ্চলটি এআই খাতে বিশ্বব্যাপী দ্রুততম প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মার্কিন গবেষণা সংস্থাটির প্রাক্কলন বলছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এআইসংক্রান্ত ব্যয় ২৯ দশমিক ৭ শতাংশ চক্রবৃদ্ধি হারে বেড়ে ২০২৬ সাল নাগাদ ৬৪০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও