গুড ফ্রাইডে চুক্তির ২৫ বছর পূর্তিতে বেলফাস্টে বাইডেন
গুড ফ্রাইডে চুক্তির ২৫ বছর পূর্তিতে চার দিনের ঐতিহাসিক সফরে নর্দার্ন আয়ারল্যান্ডে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯ টা ২০ মিনিটে বেলফাস্টে পৌঁছান তিনি। বেলফাস্টের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে নর্দার্ন আয়ারল্যান্ডের ৩০ বছরের সহিংসতার সমাপ্তি ঘটেছিল। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে অঞ্চলটির অসাধারণ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ।
অঞ্চলটির শান্তি রক্ষা ও সমৃদ্ধি বজায় রাখতে মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে চুক্তিটির ২৫ বছর পূর্তি উদযাপন করতে আগ্রহ প্রকাশ করেন বাইডেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শান্তি চুক্তি