একটানা ৫০ ঘণ্টা গান শোনা যাবে যে হেডফোনে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ১৬:১৫

প্রতিনিয়ত বাড়ছে ট্রু ওয়্যারলেস হেডফোনের চাহিদা। তারের ঝামেলা যেমন নেই তেমনি খুব সহজেই বহন করা যায় এগুলো। এছাড়াও একবার চার্জে দিয়ে কয়েকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। একাকিত্বে চমৎকার সঙ্গী হতে পারে হেডফোন।


এসব হেডফোনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে আসছে বিভিন্ন সংস্থার হেডফোন। এবার সনি নিয়ে এলো তার নতুন ডব্লিউএইচ-সিএইচ৫২০ হেডফোন। এটি বিশেষভাবে সিনেমাটিক সাউন্ডের অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।


সংস্থার দাবি, হেডফোনটি ৫০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। মাত্র ৩ মিনিট চার্জ করলেই ১ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দেবে। হেডফোনটিতে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টসহ এসেছে। সোনির নতুন হেডফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৩ ঘণ্টা।


হেডফোনটিতে থাকছে ৫.২ ব্লুটুথ কানেকশন। ফোন কলের জন্য বিশেষ ধরনের কিছু ফিচার দেওয়া হয়েছে। সনি ডব্লিউএইচ-সিএইচ৫২০ ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কলে কথা বলতে কোনো রকম অসুবিধা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও