![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F04%2F12%2F339057530_250698030761256_5384958836579047654_n-2c9704900590b409b74a40e38813e802.jpg%3Fjadewits_media_id%3D851473)
তীব্র গরমেও দীপিকার গায়ে শীতপোশাক!
গত কিছু দিন ধরেই রোদের তীব্রতা বেড়েছে। তাপদাহে হাঁসফাঁস করছে মানুষ। শুধু বাংলাদেশ নয়, ভারতের চিত্রও একই। যেমন মুম্বাই শহরে বুধবারের (১২ এপ্রিল) তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমের দিনে সবাই যখন হালকা পোশাকে লজ্জা নিবারণ করছে। তখন মোটা শীতপোশাক গায়ে জড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন!
মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে দেখা যায় দীপিকাকে। ভুটান থেকে নিজ শহরে ফিরেছেন তিনি। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। তার পরনে দেখা যায়, জিনস, সাদা ফুলহাতা সোয়েটার ও লাল রঙের শীতপোশাক।
দীপিকার এমন রূপ সাজ দেখে হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়। কেউ বলেছেন, ‘আরে বাবা! ভারতের কোন অংশে এতো ঠাণ্ডা পড়েছে!’ কারও মন্তব্য, ‘মুম্বাই কি গরমের শহর না? এটা তো নিউইয়র্ক, লন্ডন কিংবা ইউরোপের কোনও শহর না!’ আরেকজন বলেছেন, ‘সারা দুনিয়ার ঠাণ্ডা তারই লাগছে!’
- ট্যাগ:
- বিনোদন
- শীতের পোশাক
- দীপিকা পাড়ুকোন