দক্ষিণ আফ্রিকার ‘মান কাইকার’রা ঈদের ঘোষণা দেয়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ১০:২৩
মহিমান্বিত মাস রমজান। এ মাসকে ঘিরে বিশ্বব্যাপী রয়েছে নানা অনুষ্ঠান আর রীতি-রেওয়াজ। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় বাহারি ইফতার, ইফতারের পর তারাবিহের নামাজ পড়া ইত্যাদি ছাড়াও আনন্দ-উৎসব করার মাধ্যমেও সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় রমজানের খুশির আমেজ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের চেয়েও এসব রীতি সাংস্কৃতিক উদযাপন হিসেবে বেশ জনপ্রিয়। দক্ষিণ আফ্রিকা একটি মুসলিম অধ্যুষিত দেশ।
সেখানকার মুসলিমরা মানবসেবার মধ্য দিয়ে বরকতময় মাস রমজানের রোজা পালন করে থাকেন। ঐতিহ্য ও সংস্কৃতিবরকতময় রমজান দক্ষিণ আফ্রিকার একটি ঐতিহ্য ও সংস্কৃতির সেতুবন্ধন। বিভিন্ন শ্রেণি-গোষ্ঠির ঐতিহ্য ও সংস্কৃতির সম্মিলনে দেশটিতে বর্ণিলভাবে রমজান উদযাপিত হয়।
- ট্যাগ:
- জটিল
- ঐতিহ্য
- প্রাচীণ ঐতিহ্য