কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপির প্রবীণে আ.লীগের চোখ

দেশ রূপান্তর প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০৯:৫২

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার কথা বলে আসছে সরকার। তাতে বিএনপির অবস্থানে এখন পর্যন্ত দৃশ্যত কোনো পরিবর্তন আসেনি। তারা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন করতে রাজি নয়। সংবিধানের মধ্য থেকে নির্বাচন করার পক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে অন্তত চার ধরনের কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে।


এসব কৌশলের অংশ হিসেবে নির্বাচনের আগে দলবদলের খেলায় নামতে যাচ্ছে দলটি। এই খেলা নির্ভর করবে মাঠের বিরোধী দল বিএনপির নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার ওপর। বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত অংশ না নিলে দলবদলে ইন্ধন দেবে সরকারি দল আওয়ামী লীগ। আর বিএনপি অংশ নিলেও ভিন্ন ফর্মুলায় দল ছেড়ে কেউ সংসদ সদস্য হতে চাইলে তাদের উৎসাহ জোগাবে। সরকারি দলের নিশানায় রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা, যাদের বয়স ৬৫ বছরের বেশি এবং পরে সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে দলটির এমন কৌশলের কথা জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও