সুন্দরবনে একটি রেঞ্জে শেষ বাঘ শুমারি, চলছে আরেকটিতে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ শুমারির কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে খুলনা রেঞ্জে। চলতি মাসে এ রেঞ্জেও বাঘ শুমারি শেষ হবে।
পরে ৬ মাস বিরতি দিয়ে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে আবারও শুরু হবে এ শুমারি। শুমারি শেষে ২০২৪ সালের ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে ফলাফল ঘোষণা করবে বনবিভাগ।
সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো. মোহসিন হোসেন জানান, ১ জানুয়ারি সুন্দরবনে বাঘ শুমারির কাজ শুরু হয়। ইতোমধ্যে সাতক্ষীরা রেঞ্জে এ শুমারি শেষ হয়েছে। জরিপের জন্য এই রেঞ্জে ২০০টি ক্যামেরা স্থাপন করা হয়। কিছুদিন আগে খুলনা রেঞ্জে ১৮০টি ক্যামেরার মাধ্যমে শুমারির কাজ শুরু হয়, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাঘ শুমারি