কানাডায় ইসলামবিদ্বেষ নিয়ে মুসলিম নেতার উদ্বেগ

বাংলা ট্রিবিউন কানাডা প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ২০:১৭

কানাডায় ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির ওন্টারিও প্রদেশের মারখাম শহরের ইসলামিক সোসাইটির প্রেসিডেন্ট কাসির নাসির খান। ওন্টারিও প্রদেশের একটি মসজিদের সামনে রবিবারের (৯ এপ্রিল) ঘটনার পর এমন উদ্বেগ প্রকাশ করেন তিনি।


রবিবার দেশটির ওন্টারিও প্রদেশের একটি মসজিদের সামনে মুসলিমদের হুমকি দেয় এক ব্যক্তি। টরোন্টো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরের সেই মসজিদ থেকে বের হওয়া মুসলিমদের গাড়ি চাপা দেওয়ারও চেষ্টা করে সেই ব্যক্তি। স্থানীয় সময় সকাল ৭ টায় ঘটে ঘটনাটি।


সাংবাদিকদের নাসির খান বলেন, ‘মসজিদ জ্বালিয়ে দেওয়ার হুমকির পাশাপাশি মহানবী (সা.) এর সম্পর্কে নানাধরনের আজেবাজে কথা বলে সে। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, মুসল্লিদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা চালায় সেই ব্যক্তি। তার কর্মকাণ্ডে ইসলাম বিদ্বেষ স্পষ্টভাবে প্রকাশ পায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও