কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ইত্যাদি’র মঞ্চে স্বর্ণযুগের চার নায়কের আড্ডা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১৯:৪৮

শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়। এই চার অভিনেতা মূলত বাংলাদেশ টিভি নাটকের স্বর্ণযুগের প্রভাবশালী নায়ক। যারা এখনও নাটক-সিনেমায় অভিনয়ে-নির্মাণে নিজেদের নিয়মিত রেখেছেন।


সেই চার নায়ক এবার একই মঞ্চে মেতেছেন আড্ডায়। আর এই বিরল আড্ডার আয়োজন করেছেন টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেত। 


নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এবারের ঈদ ‘ইত্যাদি’তে চার নায়ককে ঘিরে ছন্দে-সুরে আয়োজন করা হলো ব্যতিক্রমী আড্ডার অনুষ্ঠান। সদ্য শুটিং শেষ হওয়া এই আড্ডাও সংগীতশিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই গাইলেন! হানিফ সংকেত তাদের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করিয়েছেন। পর্বটিতে শিল্পীদের কণ্ঠে ছিলো এই সময়ের একটি বিষয়কে নিয়ে আতংকের কথা। কিন্তু কি সেই আতংক, যার কারণে শিল্পীরাও ভীত হলেন! এই আতংকের কারণ জানা যাবে ঈদের পরদিন প্রচারিতব্য ঈদ ‘ইত্যাদি’তে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও