কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উত্তরের পথে ঈদযাত্রায় ‘কাঁটা’ ঝাঐল ওভারব্রিজ এলাকা

বিডি নিউজ ২৪ বঙ্গবন্ধু সেতু প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১২:৪০

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন নির্মাণাধীন মহাসড়কের চার লেন দিয়ে গন্তব্যে ছুটবে। কিন্তু মাত্র সাত কিলোমিটার পথ অতিক্রম করার পর কামারখন্দের ঝাঐল ওভারব্রিজের কাছে তাদের গতি শ্লথ হয়ে পড়তে পারে।


কারণ, চার লেন ধরে আসা যানবাহন এই ব্রিজের পূর্বপাশে এসে দুই লেন সড়কে পড়বে। এখানে মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ এখনও শুরুই হয়নি।


চার লেনের যানবাহন দুই লেনে ঢোকার পর সংখ্যাধিক্যের কারণে গাড়ির গতি কমে যাবে। পাশাপাশি একই সময়ে ঢাকার দিকেও যানবাহনের চাপ থাকবে। এ অবস্থায় বৃষ্টি বা দুর্ঘটনার মত কোনো ঘটনা ঘটলে তা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে জানাচ্ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।


এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী রায়গঞ্জের চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার নির্মাণাধীন এ মহাসড়কে আরও ১৩টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে পুলিশ বিভাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও