নাটোরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম
নাটোরের সিংড়ায় দুটি স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়টি ট্যাব জব্দ করে একটি স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। জানা যায়, সম্প্রতি জনশুমারি ও গৃহগণনা প্রকল্প থেকে পাওয়া ট্যাবলেট (ট্যাব) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিংড়ার ৫৩টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৩১৮ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
এতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধা তালিকার প্রথম তিনজন করে মোট ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণের জন্য প্রধান শিক্ষকদের কাছে তালিকা চাওয়া হয়। তবে উপজেলার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তিন রোল নম্বরধারী শিক্ষার্থী ওসমান গনির পরিবর্তে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল তৌফিক পরশের মেয়েকে ট্যাব দেওয়া হয়, যার রোল নম্বর সাত। এছাড়া দশম শ্রেণির দুই রোল নম্বরধারীর পূর্বাশার পরিবর্তে ট্যাব দেওয়া হয় চার রোলের এক শিক্ষার্থীকে।