পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ, বাজারে এল কাপড়ের ব্যাগের এটিএম মেশিন

eisamay.com প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১১:০৩

পরিবেশ বাঁচাতেই বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার পদক্ষেপ নিয়েছে বিশ্বের একাধিক দেশ। বিভিন্ন মাধ্যমে হয়েছে প্রচার। জনসচেতনতার জন্য নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। কিন্তু তাও প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করার ক্ষেত্রে আজও মেলেনি সাফল্য। তাই এবার কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে বসানো হল এটিএমের মতো মেশিন। যেখান থেকে সহজেই পাওয়া যাবে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ। সম্প্রতি এমনই অভিনব উদ্যোগের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।


কোথায় রয়েছে এমন মেশিন? হায়দ্রাবাদের কুকাটপল্লীর আইডিপিএল ফলের বাজার এলাকায় কাপড়ের ব্যাগের জন্য এটিএম-এর মতো মেশিন বসানো হয়েছে। পরিবেশের স্বার্থে 'সিঙ্গেল ইউজ' প্লাস্টিকের বিকল্প হিসেবে এই ব্যাগ ব্যবহারের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট ব্যাগগুলি তৈরির দায়িত্বে রয়েছে স্বনির্ভর মহিলা গোষ্ঠীগুলি। সাধারণ মানুষ অনায়াসেই পরিবেশ এবং বাস্তুতন্ত্রের উপযোগী কাপড়ের ব্যাগগুলি ব্যবহার করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও