![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/04/online/facebook-thumbnails/Sun-burn-samakal-6434e9ab20275.gif)
রোদে পুড়ে কালচে ত্বক? দূর করতে কী করবেন
সমকাল
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১১:০১
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এই সময়ে স্বাস্থ্যেরও যেমন যত্ন নেওয়া প্রয়োজন, তেমন ত্বকেরও প্রয়োজন বিশেষ যত্নের। গরম পড়তেই ত্বকের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ হয়।
এতে প্রদাহ দেখা দেয়। মুখে ব়্যাশ-চুলকানিও হতে পারে।এই সময়ে ত্বকের সঠিক যত্ন না নিলে নানা সমস্যা হতে পারে। গত কয়েক বছরে ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েলের জনপ্রিয়তা বেড়েছে। এসব তেলে প্রচুর গুণাগুণ রয়েছে। রোদে পুড়ে যাওয়া ত্বকের কালচে ভাব দূর করতে এসেনসিয়াল অয়েলের ওপর নির্ভর করতে পারেন। যেমন-টি ট্রি অয়েল: টি ট্রি অয়েলে অ্যান্টি-মাইক্রোবায়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় এটি ত্বকের জন্যে খুবই ভালো।