![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F22ee102d-d722-4ecc-8c30-1c8e65acb92c%252Fmobile_phone_reuters.jpg%3Frect%3D0%252C0%252C780%252C410%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
মুঠোফোন থেকে মুছে ফেলা ছবি উদ্ধার করবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ০৯:৩৫
আনন্দের মুহূর্তগুলো ধরে রাখতে মুঠোফোনে ছবি তোলেন অনেকেই। মুঠোফোনে ছবি তুললেই সেগুলো জমা হয় গ্যালারি অ্যাপে। কিন্তু কখনো কখনো মুঠোফোনের গ্যালারি অ্যাপ থেকে অপ্রয়োজনীয় ছবি মুছে ফেলার সময় গুরুত্বপূর্ণ ছবিও মুছে যায়। ফলে বেশ সমস্যায় পড়তে হয়।
তবে চাইলেই বেশ কিছু কৌশল অবলম্বন করে মুঠোফোন থেকে মুছে যাওয়া ছবি উদ্ধার করা সম্ভব।