বরিশাল-ঢাকা রুটের লঞ্চ ব্যবসায় ধস
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১০:১০
ধস নেমেছে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ ব্যবসায়। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী সংখ্যা অর্ধেকে নেমে এলেও সম্প্রতি তার সংখ্যা অনেকটা তলানিতে ঠেকেছে। ফলে লাভ তো দূরের কথা, আয়-ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন লঞ্চ মালিকরা। এ কারণে প্রতিদিন লোকসানের পরিমাণও বিশাল অঙ্কে গিয়ে ঠেকছে।
এ অবস্থায় সীমিত পরিসরে লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখতে ফের রোটেশন প্রথা চালু করেছেন মালিকরা। সে হিসেবে পাঁচ দিন পর একটি আপডাউন ট্রিপ পাচ্ছে লঞ্চগুলো। তবে এতেও শেষরক্ষা হচ্ছে না তাদের। স্বাচ্ছন্দ্যময় এবং তুলনামূলক নিরাপদ হওয়ায় বরিশাল-ঢাকাগামী যাত্রীদের একসময় প্রথম পছন্দ ছিল নৌপথ।