কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সবাইকে ফাঁকি দিয়ে ইতালিতে আরাভ

দেশ রূপান্তর প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ০৯:৪৭

বাংলাদেশ ও দুবাইয়ে আলোচিত ‘সোনা কারবারী’ ও পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভকে দেশে ফিরিয়ে আনতে তোড়জোড় ভেস্তে গেছে পুলিশ সদর দপ্তরের। এরই মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে আরাভ দুবাই থেকে পালিয়েছেন। তিনি এখন ইতালি অবস্থান করছেন। তার দুবাই ত্যাগ করার পেছনেও কলকাঠি নেড়েছেন বাংলাদেশের কয়েকজন মডেল। টিকিট কাটাসহ সব ধরনের ব্যবস্থা করেছিলেন তারা। পুলিশ তাদের খোঁজ করছেন। তবে মডেলদের মধ্যে কেউ কেউ দেশের বাহিরে আছেন বলে পুলিশের একটি সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে।


নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, আরাভকে দুবাই থেকে ফেরত আনতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আমাদের একটি টিম ওই দেশে যেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়েছিল। ইন্টারপোল আমাদের নিশ্চিত করেছিল আরাভকে তারা নজরদারির মধ্যে রেখেছে। ওই দেশের পুলিশ প্রধানের সঙ্গেও আমরা কথাবার্তা বলেছিলাম। এ সবের মধ্যেই আমরা তথ্য পাই সোনার দোকান উদ্বোধনের তিনদিন পরই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার যাওয়ার জন্য বাংলাদেশের দুই জন মডেল টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন। আবার ওই সব মডেলদের সঙ্গে দুবাইয়ের আই-শৃঙ্খলা বাহিনীর কয়েকজনের সঙ্গে সুসম্পর্ক আছে। তাছাড়া বাংলাদেশ পুলিশের সাবেক কয়েকজন বড় কর্তার সঙ্গেও তাদের সম্পর্ক আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও