নারায়ণগঞ্জের পোশাক ব্যবসাতেও বঙ্গবাজারের ‘আগুনের আঁচ’
ভয়াবহ আগুনে পুড়ে গেছে দেশের পোশাক খাতের বৃহত্তম পাইকারি মার্কেট বঙ্গবাজার। এই আগুনের আঁচ লেগেছে নারায়ণগঞ্জেও। বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত নারায়ণগঞ্জের কয়েকশ ব্যবসায়ী।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জে তৈরি পোশাকের বড় একটি অংশ যায় বঙ্গবাজারের ব্যবসায়ীদের কাছে। সারা বছর বাকিতে মালামাল বিক্রি হয়। ঈদকে সামনে রেখে এই বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। তবে, ঈদের আগেই পুরো বছরের বকেয়া পরিশোধ করা হয়। কিন্তু বঙ্গবাজারের ভয়াবহ আগুনের কারণে তারাও আর্থিক সংকটের মুখে পড়েছেন।
সারাদেশের তৈরি পোশাক শিল্পের বড় একটি বাজার দখল করে রেখেছে নারায়ণগঞ্জ। হাত বাড়ালেই সুতা থেকে থানকাপড় সবই মেলে এই শহরে। শহরের নয়ামাটি, টানবাজার, দেওভোগসহ সদর ও বন্দর উপজেলার বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে ৫ হাজারেরও বেশি হোসিয়ারি শিল্প কারখানা। এসব কারখানায় শিশুসহ নানা বয়সীদের জন্য তৈরি পোশাক বিক্রি হয় সারাদেশে। গত ২ দিনে অন্তত ১৫ জন পোশাক ব্যবসায়ীর সঙ্গে দ্য ডেইলি স্টারের প্রতিবেদকের কথা হয়।