অ্যান্ড্রয়েডের কিছু গোপন কোড

বণিক বার্তা প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ০৯:৫৭

দৈনন্দিন জীবনে কথা বলা, গান শোনা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে স্মার্টফোন সবার হাতে। তবে অনেকেই এ প্লাটফর্মের গোপন কিছু কোডের ব্যাপারে জানেন না। এসব কোড একেক ধরনের তথ্য ও সুবিধা দিয়ে থাকে। গোপন এসব কোড ব্যবহার করে হিডেন সেটিংস অপশন এবং তথ্য আনলক করা যেতে পারে। এছাড়া কোড জানা থাকলে সহজেই আইএমইআইই নম্বর, ক্যামেরা ইনফরমেশন কিংবা ইনফো মেনু দেখে নেয়া যাবে। এসব কোড সম্পর্কে জানিয়েছে মেক ইউজ অব।


ইনফো মেনু: অ্যান্ড্রয়েড ফোনে ইনফরমেশন মেনু একবারে বের করতে হলে কি-প্যাডে *#*#৪৬৩৬#*#* ডায়াল করতে হবে। এতে সহজেই ফোনের ইনফো মেনুতে যাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও