সকালের যেসব যত্নে ত্বক থাকবে সুন্দর

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ০৯:১২

সারাদিন চলে যায় নানা ব্যস্ততায়, ফলে ত্বকের পেছনে সেভাবে সময় দেওয়ার ফুরসৎ মেলে না। সকালে ঘুম থেকে উঠেই কিছু কাজ করে ফেলতে পারলে ত্বক থাকবে সজীব ও প্রাণবন্ত। ১। দিনের শুরুতেই খুব ভালো ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এতে মুখের অতিরিক্ত তেল থাকবে না। ত্বক হবে নরম ও সুন্দর।


কম পিএইচযুক্ত ক্লিনজার ব্যবহার করার চেষ্টা করবেন। এতে ত্বক গভীর থেকে পরিষ্কার হবে।২। ক্লিনজারের পর অবশ্যই একটি ভালো টোনার ব্যবহার করবেন। টোনার ত্বকের তেল ও ময়লা যেমন সহজেই পরিষ্কার করে দেবে, তেমনি ত্বক রাখবে উজ্জ্বল।৩। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও