এবারও ভোগাবে উত্তরের ঈদযাত্রা
বঙ্গবন্ধু সেতুর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ সহজ হয়েছে। বেড়েছে যাত্রী চলাচল ও পণ্য পরিবহন। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে চান্দাইকোনা মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলায় এবারের ঈদযাত্রা অস্বস্তির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবহন চালক ও যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর মহাসড়কের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকায় ১৪টি ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করেছে জেলা পুলিশ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা মহাসড়কের প্রায় ৫১ কিলোমিটার জুড়ে ২০টি স্থান সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাবনাও দেওয়া হয়েছে। তবে ১৪টি ঝুঁকিপূর্ণ স্থানে ভয়াবহ যানজটের আশঙ্কা দূর করতে সংস্কার কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।