ঈদ ঘিরে ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পরে মিলিয়ে মোট ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদ সামনে রেখে রোববার বিআরটিএ-এর প্রধান কার্যালয়ে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে ৫ দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনও খোলা থাকবে।”
গ্যাস সঙ্কটের কারণে বর্তমানে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়, যা ঈদ ঘিরে ওই ১৩ দিন প্রযোজ্য হবে না। ঈদের পর আবার পুরনো এ নিয়মে ফিরবে ফিলিং স্টেশন।
ঈদ সামনে রেখে বাস মালিকদের ভাড়া বাড়িয়ে দেওয়া নিয়ে প্রস্তুতি সভায় উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।
তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে না। স্টেশনে বিআরটিএ এবং পুলিশের নজরদারী বেশি থাকে সব সময়ই, সে জন্য বাস ড্রাইভার ও কর্মচারীরা স্টেশন থেকে দূরে গিয়ে যাত্রী ওঠায়। সেক্ষত্রে ভাড়া বেশি নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে।”